
তানোরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির মেধাবিকাশ বৃত্তির আওতায় গরীব মেধাবী মেডিক্যাল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
মো: এরশাদ আলী,
রাজশাহী থেকে।
শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়নে সু- শিক্ষার অবদান অতুলনীয়। আর এই শিক্ষাকে এগিয়ে নিতে সকলের গ্রহন যোগ্য সহযোগিতা প্রয়োজন। সেই ধারাবাহিকতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির মেধাবিকাশ বৃত্তির আওতায় রাজশাহী বিভাগের রাজশাহী জেলাধীন তানোর উপজেলার ব্র্যাক শাখা অফিস থেকে আজ ৩০/ ১২/ ২০২৫ খ্রী: তারিখ রোজ মঙ্গলবার স্নাতক পর্যায়ের দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের গরীব মেধাবী শিক্ষার্থীদের এককালীন ও মাসিক বৃত্তি প্রদান করা হয়। জানা যায় যে ব্র্যাক থেকে নিজ দায়িত্বে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে বাড়ি গিয়ে তথ্য যাচাই করে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য নির্বাচন করেন। আজ তানোর উপজেলা শাখার ব্র্যাক অফিসে অফিস কর্তৃপক্ষ নির্বাচিত গরীব মেধাবী পাঁচ জন শিক্ষার্থীদের হাতে এককালীন বিশ হাজার টাকার চেক তুলে এবং শিক্ষার্থীরা প্রতিমাসে আট হাজার করে টাকা পড়াশোনা শেষ পর্যন্ত মেধা বিকাশ বৃত্তি পাবেন বলে জানান ব্র্যাক অফিস। বৃত্তি প্রাপ্ত গরীব মেধাবী শিক্ষার্থীরা হলো – সাতক্ষীরা জেলার আব্দুলাহ আল মামুন- শিক্ষার্থী রাজশাহী মেডিক্যাল কলেজ। সিরাজগঞ্জ জেলার আজিজুল কবির – শিক্ষার্থী নওগাঁ মেডিক্যাল কলেজ। চাঁপাইনবাবগঞ্জ জেলার হাবিবা খাতুন – শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ। চাঁপাইনবাবগঞ্জ জেলার মানসুরা খাতুন – শিক্ষার্থী রাজশাহী মেডিক্যাল কলেজ। পাবনা জেলার রুম্মান হোসেন, শিক্ষার্থী শহীদ এম. মনসুর মেডিক্যাল কলেজ। ব্র্যাক থেকে এমন মহৎ আর্থিক সহযোগিতা পেয়ে গরীব মেধাবী শিক্ষার্থীরা অনেক খুশি হন এবং ব্র্যাক কর্তৃক প্রদানকৃত সঠিক শর্ত মেনে যথাযথ ভাবে পড়াশোনা করে প্রকৃত ডাক্তার হয়ে বাংলাদেশের গরীব অসহায় মানুষ দের সেবা করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জানা যায় যে ব্র্যাক শিক্ষা কর্মসূচির মেধা বিকাশ বৃত্তি নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে।
আজকের এই মহৎ বৃত্তি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব রাজকেশর রায়, বিভাগীয় ব্যবস্হাপক- ব্র্যাক শিক্ষা কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ। নারায়ণ চন্দ্র রায়- উপজেলা ব্যবস্হাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, তানোর, রাজশাহী। মো: মাহাতাব – সিনিয়র এলাকা ব্যবস্হাপক, তানোর, রাজশাহী। মো: ওসমান গনি – সিনিয়র শাখা ব্যবস্হাপক, তানোর, রাজশাহী। মো: সোহেল রানা – ব্র্যাক একাউন্টস অফিসার, তানোর রাজশাহী। এই বৃত্তি প্রদান কর্মসূচিতে ব্র্যাকের উক্ত অফিসার বৃন্দ গণ মেডিক্যাল পড়ুয়া বৃত্তি প্রাপ্ত গরীব মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক নানা গুরুত্বপূর্ণ কথা বলেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সুশৃঙ্খল ভাবে বৃত্তি প্রদান কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।