
লামায় অবৈধ বালু উত্তোলনে ১৫ দিনের কারাদণ্ড
পরিবেশ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স**
স্টাফ রিপোর্টার : মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি ব্রিজের পার্শ্ববর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ট্রাকযোগে পরিবহনের দায়ে আলী আহমেদ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে দণ্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন—
“নদী ও প্রকৃতির ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন, পরিবেশ ধ্বংস এবং জনদুর্ভোগ তৈরি হয়—তাই এই কার্যক্রম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নিয়মিত নজরদারি করছে।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—
অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।