কক্সবাজার (৪) আসনে ৪ জনের প্রার্থীর মনোনয়ন বৈধ এক জন মনোনয়ন স্থগিত।
উখিয়া থেকে জাহাঙ্গীর আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
অন্যদিকে মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার-৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত। সীমান্ত এলাকা, রোহিঙ্গা ইস্যু ও জাতীয় রাজনীতির নানা প্রভাবের কারণে এই আসনটি ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায়।