
রংপুরের ডায়াবেটিক সমিতির সাধারণ সভা ও নব-নির্বাচিত কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিত।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে নব-নির্বাচিত নির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) সকালে নগরীর রাধাবল্লভস্থ সমিতির কার্যালয়ে উক্ত সাধারণ সভা ও নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্বের সাধারন সভায় সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য তালিকাভুক্ত রোগী যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনাসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বিগত বছরের আয় ব্যয় সহ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এসময় তিনি বলেন বিগত সরকারের সময় রংপুর ডায়াবেটিক সমিতির নতুন ভবন নির্মানে প্রায় চল্লিশ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও আমলাতান্ত্রীক জটিলতার কারণে সেই ভবন প্রস্তাবিত ভবনই রয়ে গেছে।
এরপরও রংপুর শহরের বিভিন্ন দানশীল ব্যাক্তিদের আর্থিক অনুদানে ৬তলা একটি ভবন তৈরি করা হলেও হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হয়ে ওঠেনি ।
শুধুমাত্র আউটডোরে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রংপুর ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রমে দানশীল ব্যাক্তি ছাড়াও সরকারি পর্যায়ে নতুন করে সহযোতিার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
একই সময়ে সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সামসাদ বেগম গিনি অডিট রিপোর্ট উপস্থাপন করেন।
এরপর সমিতির আজীবন সদস্য পার্থ বোস, আয়েশা সিদ্দিকা আজীবন সদস্য আলহাজ এবরারুল হক, প্রফেসর ডা: আব্দুর রউফ সমিতির সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন।
সূচির দ্বিতীয় পর্বে, ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যাংকার মোহাঃ মিজানুর রহমান সরকার তিনি তার বোর্ডের সকল সদস্যদের নিয়ে মঞ্চে আসেন এবং এক এক করে নব-নির্বাচিত কর্মকর্তাদের নাম ডেকে সকল আজীবন সমস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরিচিতি অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা আপিল বোর্ডের চেয়ারম্যান সাবেক ব্যাংকার সারওয়ার সাঈদ আহমেদ।