
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজার জেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে “নির্বাচনী ডিউটি ও আচরণবিধি” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী ) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন, নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,
“নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য হবে না এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।