
ভারতে কারাবন্দী মহেশখালীর ৫৩ জেলে পরিবারের মাঝে COAST Foundation এর নগদ অর্থ সহায়তা প্রদান
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।।
সমুদ্রের কুয়াশা আর দিকভ্রান্তির কারণে সীমান্ত অতিক্রম করে আজ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৫৩ জন জেলে বন্দী ভারতের কারাগারে। ঘরে না ফেরা মানুষগুলোর অপেক্ষায় দিন গুনছে তাদের পরিবার। চোখে অনিশ্চয়তা,হৃদয়ে বেদনা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । আয়োজকগণ বলেন, এই দুঃসময়ে কোস্ট ফাউন্ডেশন ৫৩ জন জেলে পরিবারের মাঝে নগদ ৩হাজার করে অর্থ সহায়তা প্রদান করা হয় । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহেশখালী থানার ঊর্ধ্বতন কর্মকর্তা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সামান্য সহায়তা সব কষ্ট মোছতে পারেনা, তবু এটি আমাদের মানবিক দায়িত্বের প্রকাশ। আমরা বিশ্বাস করি মানবতা, সীমান্ত মানে না। দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করি।