
চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক
হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি।।
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় একটি মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাদল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনের ভাই বাদলের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকা একটি মোটর চুরি হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার (১৩ জানুয়ারি) এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বাদলের উপর হামলা চালানো হলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসাইন ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল উদ্ধারের চেষ্টা করেন। তবে এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নবী হোসাইনকে থানায় নিয়ে যায়।
আহত বাদলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চকরিয়া থানার একটি সূত্র জানায়, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।