তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ
মো: এরশাদ আলী,
নিজস্ব সংবাদ দাতা।
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপি"র) সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঋে কম্নল বিতরণ করেন।
জানা যায় যে আজ ১১- জানুয়ারী (রবিবার) সকাল ৯-০০ মিনিট থেকে কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন স্হানে শীতার্ত অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে
সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে ২৫টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। জামিরুলের এমন মহৎ সহায়তা পেয়ে অসহায় মানুষ গুলো অনেক খুশি হন এবং জামিরুলের জন্য দোয়া কামনা করেন।
এই সময় জামিরুলের সাথে উপস্থিত ছিলেন ভিডিপি সদস্য মোঃ তোতা মন্ডল, মনিরুজ্জামান ও নুরুজ্জামান। এছাড়াও এলাকার আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।