লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ১ নম্বর ওয়ার্ড এলাকার বহিঃছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম কাইছিং মার্মা (৪১)। তিনি প্রয়াত বালাই মার্মার পুত্র।
লামা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাইছিং মার্মার বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো—
লামা থানার মামলা নং-০৩, তারিখ-১৫/১০/২০০২
জিআর নং-১৩৮/২০০২, ধারা ১৯(ক) ও ১৮(খ) (অস্ত্র আইন)
উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আসামির কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন,
“দীর্ঘদিন ধরে পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।