নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার আক্কাস সওদাগরের অফিসের সামনে শামসুল আলম নামে এক যুবক হঠাৎ করে সাংবাদিকের গলা চেপে হত্যার চেষ্টা করেন।
বিগত ৬ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সাংবাদিক।
এবিষয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যম কে বিগত,২০১০ সালে সরকারি রেললাইনের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরী করার সময় আমি আমার পেশাগত দায়িত্বে থাকার সময় শামসুল আলমের অবৈধ কাজে বাঁধা দিয়েছিলাম।এবং বিষয়টি রেল কতৃপক্ষ কে অবগত করলে তিনি জানাকে অবগত করলে থানা পুলিশ এসে শামসুল আলমের অবৈধ স্থাপনা বন্ধ করে দেন।সেই পুরাতন সূত্রে পাতের জের ধরে বিগত ৬ মার্চ বৃহস্পতিবার
বিকেল সাড়ে ৫টার সময় আমি আমার পেশাগত দায়িত্ব পালন করে বাসার পথে যাচ্ছি হঠাৎ করে শামসুল আলম সিমেন্ট ক্রসিং কাঁচা বাজারের পাশে আক্কাস সওদাগরের অফিসের পাশে হঠাৎ করে আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন।
গলা চেপে ধরার বিষয়টি শামসুল আলমের কাছে জানতে চাইলে অখ্যাত ভাষায় আরও বেশি করে গালিগালাজ করেন এই হামলাকারি শামসুল আলম।
https://www.facebook.com/share/v/18Q5JUQzzA/
এবিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীরা সংবাদমাধ্যম কে বিগত ৬ মার্চ বৃহস্পতিবার সাংবাদিক ভাইয়ের সাথে যেঘটনাটি করেছে শামসুল আলম নামে এই বৃদ্ধ লোকটি। তিনি একজন সাংবাদিক ভাইয়ের গায়ে হাত দিতে পারে না,ওনি স্থানীয় বলে একটা ক্ষমতা দেখালেন।বিষয়টি আসলেই দুঃখ জনক,এসব লোকদেরকে অতিশীঘ্রই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক।
তথ্য সূত্রে জানা গেছে শামসুল আলম কর্নফুলী ইষ্টীলমিলে চাকরী করার সময় ঐঅফিসে থাকা কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করছেন।এছাড়া স্থানীয় লোকজনের সাথে তার কোন ভালো সুসম্পর্ক নাই,শামসুল আলম নামে এই লোকটি সত্যিই একজন অমানুষ। তথ্য সূত্রে আরও জানা গেছে,লন্ডন প্রবাসীর জায়গা সম্পত্তি দেখার কথা বলে এইসব জায়গা নিজেই ভোগ করছেন।
দ্বিতীয় পর্বে চোঁখ রাখুন