1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাত অব্যাহত, অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধসের শঙ্কা চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮ বিয়ের নামে নারীর সাথে প্রতারণা; আদালতে ধর্ষণ মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ ভুমি দস্যূ হাসনা বেগমে ‘র প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সরকারি কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন

মহানগরী রাজশাহী তিন নেতার কেন্দ্রীয় সতর্ক বার্তা

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এই নেতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, এবং বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি গত সোমবার পাঠানো হয়। এই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে নেতাদের সতর্ক থাকতে হবে, কারণ তাদের কিছু কার্যক্রম মহানগর বিএনপির শৃঙ্খলা এবং সংগঠনের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।

শফিকুল হক মিলনের বিরুদ্ধে চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি রাজশাহী মহানগর বিএনপির অনুমতি ছাড়াই বিভিন্ন থানা ও ওয়ার্ডে দলের নাম ব্যবহার করে বিতর্কিত কর্মসূচি চালাচ্ছেন এবং গঠনতন্ত্রের বিপক্ষে সাংগঠনিক পদ ব্যবহার করছেন। এতে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা দলের কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এই পরিস্থিতি থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

এছাড়া মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে বলা হয়েছে, তারা দায়িত্বশীল পদে থেকেও মহানগর কমিটিকে অমান্য করে বিতর্কিত কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যার ফলে দলের ঐক্য ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাদেরকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ জানিয়েছেন, গত বছরের আগস্ট মাসে, মিজানুর রহমান মিনু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি জমি দখলের অভিযোগ করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এই বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছিল, তবে এর পরও একই ধরনের আচরণ লক্ষ্য করা গেছে। ফলে দলের হাই কমান্ডের নির্দেশে চিঠি পাঠানো হয়েছে।

এই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় মোসাদ্দেক হোসেন বুলবুল মন্তব্য করেছেন, তিনি মনে করেন, ইউনিট কমিটির এই চিঠি দেওয়ার এখতিয়ার নেই এবং তাদের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। মিজানুর রহমান মিনু এ বিষয়ে বলেন, তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এবং মহানগর কমিটির এই ধরনের কার্যক্রম দলের শৃঙ্খলা বিনষ্ট করছে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা জানান, ২০২১ সালে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে মিনু, বুলবুল এবং মিলনের সঙ্গে তাদের অসহযোগিতার কারণে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই বিভাজন দলের শৃঙ্খলা ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, কেন্দ্রের নির্দেশেই তারা এসব নেতাদের সতর্ক করেছেন এবং ভবিষ্যতে যদি তারা শৃঙ্খলা না মানেন, তবে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com