মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত গানিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান লাটুকে তানোর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান লাটু বিএনপির তানোর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সংঘর্ষের পর জেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। গত ১৪ মার্চ তানোর পৌর এলাকার বাঁধাইড় বাজারে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে গানিউল ইসলাম গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, মিজানুর রহমান লাটু দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, লাটুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে লাটুসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।