মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদনের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।