মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট মেডিকেল সেন্টারে চিকিৎসকদের অবহেলার অভিযোগে নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, যথাযথ চিকিৎসা না পেয়ে নবজাতকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশুটির পরিবারের দাবি, হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ও কর্মীদের গাফিলতির কারণে সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। ফলে নবজাতকের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। পরবর্তীতে শিশুটির মৃত্যু হলে স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বারইয়ারহাট মেডিকেল সেন্টারের প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।