1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারী আটক করেছে থানার পুলিশ  পাহাড়ে ডেঙ্গু প্রতিরোধ ব্রাকের অভিযান  লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত

টঙ্গীতে অস্ত্রধারী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা বাদশার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর চিহ্নিত পুলিশের সোর্স ও কথিত যুবলীগ নেতা বাদশা মিয়ার বিরুদ্ধে রবিউল ইসলাম মিজান নামে এক ব্যক্তিকে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত যুবলীগ নেতা বাদশা মিয়া টঙ্গীর পাগার ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত ১১টার দিকে বাদশা রাস্তায় একা পেয়ে রবিউল ইসলামের মাথায় পিস্তল ধরে এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে।
ভুক্তভোগী রবিউল ইসলামের অভিযোগ, বাদশা মিয়া আগেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযুক্তের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে বলে আশংকা করছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিনও এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুড়েছে সে। অভিযোগ আছে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর ২৭ আগস্ট সন্ধ্যায় স্টেশন রোড এলাকায় বিএনপির এক নেতার সাথে বৈঠক করে আপোষ মিমাংসা করে এলাকায় বীরদর্পে চলাফেরা করছে সে ও তার অনুসারীরা। এছাড়া পুলিশের সোর্স হিসেবে কাজ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহচর হওয়ায় তার বিরুদ্ধে মূখ খোলার সাহস পাননা কেউ।
স্থানীয় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে পুলিশকে পৌঁছে দেয় বলে পুলিশও তাকে গ্রেফতার করে না।

এবিষয়ে অভিযুক্ত বাদশার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com