মোঃ শহিদুল ইসলাম শহীদ
বান্দরবান:আলিকদম থানচি ,বান্দরবান রুমা থানচি লিটক্রী সড়ক পথে যাতায়ত দিন দিন যেমন বাড়ছে,তেমন পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন।
কিন্তু সেই অনুপাতে যানবাহন রাখার জায়গা না থাকাতে এলাকার যাত্রীসাধারণ যানবাহন ড্রাইভার হেলপার সকলে ভোগান্তিতে রয়েছে, সাঙ্গু ব্রিজের পশ্চিম পাশে পূর্বে বাস ষ্টেশন ত্রি মুখি সড়ক হওয়াতে উভয়দিক থেকে গাড়ি আসলে গাড়ি মোর ঘোড়াতে গিয়ে দুর্ঘটনার পড়তে দেখা যায়,্এবং সাঙ্গু ব্রিজের উপর বিভিন্ন যানবাহন পার্কিং করার কারনে চলাচলরত পরিবহনের হিমসিম খেতে হয় অনেক সময়।
জানা যায় যে বিগত সরকারের আমলে যানবাহন ও যাত্রী সাধারণের জন্য বাস ষ্টেশন এলাকা দক্ষিণ পাশে বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়,যা কাজের উদ্বোধন করেন তৎকালীন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনলায়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,সাবেক এমপি।
সরজমিনে গিয়ে দেখা যায় টার্মিনাল ভবন নির্মাণ কাজ প্রায় সমাপ্ত, টার্মিনালের সামনে প্রতিদিন দুর দুরান্ত থেকে আগত ট্রাক পার্কিং করে, টার্মিনালের ভিতরে ঘুমিয়ে আছে ৫/থেকে ছয়জন লোক যাদের মধ্যে ট্রাক চালক, হেলপার। এই বিষয়ে টার্মিনাল নির্মাণ কাজের সংশ্লিষ্ট মো: খোকন থেকে ফোনে জানতে চাইলে তিনি বলেন বাস টার্মিনাল নির্মাণকাজ সম্পূর্ন কতৃপক্ষ বুজিয়ে নিলে শুধু বুজিয়ে দেওয়ার বাকি, কতৃপক্ষের বিষয়।
বাস চালক নুর আলম ও খালেক ড্রাইভার বলেন আসলে অনেক আসা করেছিলাম বাস টার্মিনাল নির্মাণ কাজ দেখে কিন্তু কয়েক বছর পার হয়ে গেলে ও তা উদ্বোধন বা চালু না হওয়ার কারনে বাস রাখা কষ্টকর হয়ে পড়ছে।
বাস চালক স্বপন ড্রাইভার বলেন প্রতিদিন ৬টি বাস উভয়দিক থেকে আসা যাওয়া করে,আমরা কতক্ষন এখানে কতক্ষন এখানে, যতশীঘ্রই বাস টার্মিনাল চালু হলে, আমাদের এবং যাত্রী সাধারণের উপকার হবে বলে মনে করি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল ফয়সাল বলেন- বিষয়টি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কতৃপক্ষের বাস্তবায়নে, সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে চেষ্টা করেছি কিভাবে চালু করা যায়।