মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বান্দরবানের থানচি উপজেলার শিশু ও নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি আবুল হোসেন প্রকাশ স্বপন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ মে)২০২৫ রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা উপ-সহকারী পুলিশএস আই হৃদয় পালের নেতৃত্বে থানচি থানা পুলিশের একটি দল উপজেলা সদরের নতুন পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন প্রকাশ স্বপন,নোয়াখালী জেলার মো:দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে,সে উপজেলার নতুন পাড়ার বসবাস করে আসছিলেন,উল্লেখ্য যে জিআর-৩৯০/২২, থানচি থানার মামলা নং ০১(১২)২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার জানতে চাইলে তিনি আটকের সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন আসামীকে গ্রেফতার পরবর্তী বান্দরবান জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।