1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

বন্ধন জেনারেল হাসপাতালের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আলমগীর হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন। স্টাফ রিপোর্টার।

স্বাস্থ্য সেবায় বন্ধন জেনারেল হাসপাতাল এখন আরও একধাপ এগিয়ে। কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গত বছর ২০২৪ ইং সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। ০১ মে, বৃহস্পতিবার ১ বছর পূর্তি উপলক্ষ্যে এই হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান জনাব আবু সাঈদ মোঃ সালেহ, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাছুম মিয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ জাহিদুর রহমান, মেডিসিন গ্যাস্টো এন্টারোলজী, হরমোন ও বক্ষব্যাধী রোগ বিশেষজ্ঞ, ডাঃ নাঈম জাহাঙ্গীর (সবুজ), ফ্যামিলি মেডিসিন, চর্ম ও যৌন, শিশু সাস্থ্য বিশেষজ্ঞ

ও ডাঃ জেমিমা জেরিন (আখিঁ), মেডিসিন, গাইনি, প্রসূতি, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ।

 

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আশেপাশের এলাকার অনেক রোগী সকাল থেকেই হাসপাতালে আসেন। রোগীদের সাখে কথা বলে জানা যায় তারা ফ্রীতে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি।  বিশেষজ্ঞ ডাক্তার এবং সুন্দর সেবা পরিবেশে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় ব্ন্ধন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব আবু সাঈদ মোঃ সালেহ বলেন, এই হাসপাতালটির এক বছর পূর্তি উপলক্ষ্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।  হাসপাতাল টি বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং বিশেষজ্ঞ একটি ডায়াগনস্টিক টিমও রয়েছে হাসপাতালটির। ভবিষ্যতে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে তারা বদ্ধ পরিকর। এ সময় হাসপাতাল টির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাছুম মিয়াও সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।

 

এই ক্যাম্প বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়। এ সময় মোট ১৪০ জন রোগীকে সেবা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com