মোঃ শহিদুল ইসলাম শহীদ
থানচি বান্দরবানঃ উপজেলার হতদরিদ্র ও অসহায় জুম চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে, কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
জানা যায় উপজেলার চারটি ইউনিয়নের ৩৩০টি কৃষক পরিবার এই সহায়তা পাবে।উল্লেখ্য যে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে ফসল,২৫০ জন জুম চাষী কৃষককে আউশ ধান চাষের জন্য প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া, আরও ৮০ জন কৃষককে পাহাড়ি অঞ্চলের উপযোগী তিল চাষের জন্য ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করার কথা রয়েছে।
কৃষকদের আগ্রহ জাগাতে এই উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রোববার ৪ মে,২০২৫, সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, গুপ্ত প্রমুখ।