মোহাম্মদ মাসুদ
আজ (১১ ই মে) রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় হাটহাজারী উপজেলাধীন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মা দিবস ও অভিভাবক সমাবেশ জনাব লায়ন সালাউদ্দীন আলী সভাপতি, এডহক কমিটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মা দিবস ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন কহিনুর কামাল এম,জে,এফ জেলা গভর্নর, লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ বি ৪
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ এনায়েত উল্লাহ চৌধুরী অভিভাবক সদস্য- এডহক কমিটি।
জনাব মোঃ গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
জনাব মোঃ নাজিম উদ্দীন ভাইস চ্যান্সেলর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
উক্ত মা দিবস ও অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সত্যজিৎ বড়ুয়া ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন, জনাব মোহাম্মদ নুরুল আবছার এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য প্রদান করেন, জনাব মোহাম্মদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব লায়ন কহিনুর কামাল বলেন, ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় তার আগের ঐতিহ্য ধরে রাখতে হলে, অভিভাবকদের প্রতি মাসে অন্তত একবার হলেও বিদ্যালয়ে এসে ছেলে-মেয়ের লেখাপড়ার খোঁজখবর নিতে হবে।
তিনি আরো বলেন, আপনারা যদি বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছে সন্তানের লেখাপড়ার ব্যাপারে জানতে চান তাহলে আপনার সন্তানরাও লেখাপড়ায় বেশি মনোযোগী হবে।
সভাপতির বক্তব্যে জনাব লায়ন সালাউদ্দীন আলী বলেন, আমি অত্র বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে চেষ্টা করেছি বিদ্যালয়ের উন্নয়নকল্পে অবদান রাখতে।
তিনি তার বক্তব্য আরো বলেন, গত দুই থেকে তিন বছর আগে বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হয়েছে কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় নতুন ভবনের ছাদ থেকে পানি পড়ছে কারণ বিগত সময়ে যারা অত্র স্কুলের দায়িত্বে ছিল তাদের গাফিলতির কারণে এমনটি হয়েছে। কারণ তারা বিদ্যালয়টি নির্মাণ করার সময় সঠিকভাবে তদারকি করেনি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আমি যতদিন অত্র প্রতিষ্ঠানের সভাপতি থাকবো, ততদিন পর্যন্ত বিদ্যালয়ের একটি টাকাও অন্যের পকেটে ঢুকাতে দিবো না।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি এই বিদ্যালয়ের আগের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাল্লাহ।