1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাচ্চু মোল্লা সভাপতি বিল্লাল সাধারণ সম্পাদক ২১ বছর পর দৌলতপুর বিএনপি’র সম্মেলন

লামায় মাটি খুঁড়লেই বের হচ্ছে টাকা

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসের লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা এবং সংঘটিত ডাকাতির ঘটনায় এই পর্যন্ত তিন নারী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের দেয়া তথ্য মতে এই পর্যন্ত পৃথক তিনটি অভিযানে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর বিশেষ নির্দেশনা আজ শনিবার (১৭মে) দুপুরে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড করিমের স্ত্রীকে আটক করলে তার দেয়া তথ্য মতে শনিবার দুইটি স্পট থেকে আরো ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬) এর কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা ও তার দেয়া তথ্য মতে শুক্রবার (১৬ মে ২০২৫ইং) রাত ৭টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় হতে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ওয়াসের আলীর ছেলে মোঃ করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য। সে এই ডাকাতির ঘটনা ও টাকার লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার আব্দুল ওহাব এর ছেলে মোঃ সুজন (২৫), সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসের আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং মাস্টারমাইন্ড করিমের স্ত্রী বোন।

ডাকাতির মামলার তদন্তকারী অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানায়, ৯ মে ভোরে রাতে দেশীয় অস্ত্রধারী একদল ডাকাত লামার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালায়। তারা অফিসের এক কর্মচারীকে মারধর করে বেঁধে রেখে আলমারিতে থাকা ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়। ডাকাতরা চেষ্টা করেছিল আরও সাড়ে ৩ কোটি ৮০ লাখ টাকা থাকা লোহার সিন্ধুক ভাঙার, তবে ব্যর্থ হয়। ঘটনার পরদিন (১০ মে) লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, তদন্তে নেমে ১২ মে পুলিশ অভিযান চালিয়ে তিনজন এবং ১৬ মে দুইজন এবং ১৭ মে দুইজনকে গ্রেফতার করে। গত তিনদিনের অভিযানে মোট ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘মামলার পর থেকেই পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে তদন্ত চলছে। ইতোমধ্যে সাত জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতার ও হারানো টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের তামাক ক্রয় কেন্দ্রের অফিসে দূর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৯ মে ২০২৫ইং) ভোর রাতে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে হিসাবরক্ষক সহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। লকারে (বোল্ট) থাকার কারণে ৩ কোটি ৮০ লাখ টাকা ডাকাতের হাত রক্ষা পায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com