1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাচ্চু মোল্লা সভাপতি বিল্লাল সাধারণ সম্পাদক ২১ বছর পর দৌলতপুর বিএনপি’র সম্মেলন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম-

কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি।
বুধবার (২১ মে)২০২৫,দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে
অনুষ্ঠিত এ মানববন্ধনে সাতকানিয়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন ।

এতে বক্তব্যে সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু দুটি জেলা নয়, বরং সমগ্র দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটনকেন্দ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন।এই সড়কের বর্তমান দুই লেনের কাঠামো দিনের পর দিন যাত্রী ভোগান্তি, যানজট এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দৈনিক কয়েক হাজার যানবাহন বহন করে, যার একটি বড় অংশ পণ্যবাহী ও পর্যটকবাহী গাড়ি।

উল্লেখ্য যে সাতকানিয়া, লোহাগাড়া, চুনতি, ঈদগাঁও, রামু হয়ে কক্সবাজারে প্রবেশের একমাত্র প্রধান সড়ক এটি। সড়কটি বিভিন্ন স্থানে সরু ও অপরিকল্পিত, ফলে যান চলাচলে মারাত্মক সমস্যা হয়।

এসময় মানববন্ধন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন একুশে পত্রিকার নাজিম উদ্দিন, দৈনিক সময়ের আলোর জাহেদুল ইসলাম, আমাদের সময়ের ইকবাল হোসেন, দৈনিক সাঙ্গুর নুরুল ইসলাম সবুজ ও শহীদুল ইসলাম।

এতে বক্তারা বলেন, এই মহাসড়ক ৬ লাইন হলে শুধুমাত্র যানজট নয়, দক্ষিণ চট্টগ্রামের পর্যটন, কৃষি, শিল্প ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আসবে শুধু তাই নয় পটিয়া থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রতিটি উপজেলা এতে উপকৃত হবে।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন যে ,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণ প্রকল্প কেন এখনো দৃশ্যমান নয়? ২০১৮ সালে প্রকল্প প্রস্তাব পাস হলেও বাস্তবায়নের কোন অগ্রগতি নেই,বরং মহাসড়কের বিভিন্ন অংশে নামে-মাত্র সংস্কার করে বরাদ্দ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com