1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়া থানা হাজতে ঝুলছিল যুবকের লাশ উদ্ধার ফটিকছড়িতে কিশোর মাহিন হত্যা: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল মিরসরাইয়ে নিরাপদ সড়ক আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হাটহাজারীতে হালদায় ইঞ্জিনচালিত বোট ও অবৈধ বালু পরিবহনে মোবাইল কোর্ট জরিমানা ১ লাখ টাকা বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সহায়তা প্রদান করেন জননেতা আনোয়ার হোসেন উজ্জ্বল  কিশোরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার হেফাজতের হাটহাজারী পৌরসভা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকাল হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা, ২ ব্যবসায়ীকে জরিমানা আনসার ও ভিডিপির উদ্যোগে কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার 

মোঃ আব্দুল কাদের চট্টগ্রাম 
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ও মহানগরের কয়েকটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম।

আজ ৩রা জুন ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

 

পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাট কেন্দ্রিক সিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর)মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্ব স্ব থানা পুলিশ অফিসার ইনচার্জ গণ,হাট ইজারাদার সহ দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে ৩৯ নং ওয়ার্ডের লিংক রোড রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর কোরবানি পশুর হাটে উপ সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোনের) এসি ল্যান্ড অফিসার এবং ইপিজেড থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জামিউর হোসাইন জিয়া হাট পরিদর্শন করেন।

তিনি হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বৃষ্টির পানি থাকার শর্তেও হাট ইজারাদারের নিরালস প্রচেষ্টায় জমে উঠেছে ক্রেতা সাধারণের উপস্থিতি , আগামী ১/২ আরো ভালো বিক্রি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com