1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

নরসিংদীর শিবপুরে পরিবহন থেকে চুরি ও ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে তিন মহিলা চুর আটক

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

নরসিংদীর শিবপুরে বরইতলা বাস স্ট্যান্ডে মিনি বাস যাত্রী তানজিনা আক্তার (৪৫) এর গলায় থাকা বারো আনি স্বর্ণের চেইন যাহার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা চুরির কায়দায় ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনতা তিন মহিলা চুরকে আটক করে গনপিটুনি দেওয়ার সময় এক জন চুর পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ তিন মহিলা চুরকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান ।
গ্রেফতারকৃত চুর হলো ১ নং শরিফা বেগম (২৫), স্বামীঃ সাহেদ মিয়া, পিতা মৃতঃ ফুল মিয়া ফুল মিয়া, সাং ধর মন্ডল (০৩ নং ওয়ার্ড) চকবাজারের কাছে, থানাঃ নাসির নগর , জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া। ২ নং মর্জিনা আক্তার (৩৫) স্বামীঃ পলাশ, পিতা মৃতঃ বাচ্চু মিয়া,
শশুর মৃতঃ মারাজ মিয়া, সাং বাসাশ্বরা , থানাঃ মাধবপুর , জেলাঃ হবিগঞ্জ। ৩নং সুলতানা ওরফে সুজানা (৩৫), স্বামীঃ ফজলু মিয়া, শশুর উম্মেদ আলী সাং ধর মন্ডল ৩নং ওয়ার্ড চকবাজারের কাছে) থানাঃ নাসির নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাত নামা একজন চুল পালিয়ে যায়।
এ ঘটনা শিবপুর থানায় তানজিনা আক্তার , স্বামীর সায়মন আহমেদ সাং দগরিয়া, থানাঃ ও জেলাঃ নরসিংদী বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন, মামলার নং ১২ । তাং ১৩/৬/২০২৫ ইং ।
এ ব্যাপারে দ্রুত আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য শিবপুর মডেল থানার অফিসার দেরকে জনসাধারণ ধন্যবাদ জানানান । কারণ এদেরকে ধরা হলেও ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন চুরি , ডাকাতি,ছিনতাই, অপহরণ, কারিরা ,দলগত ,সঙ্গবদ্ধ চক্রটি বৃদ্ধি পাচ্ছে।
এগুলা খুবই খারাপ মহিলা,এরা নিজেরাই চুরি অথবা ছিনতাই করে ভালো মানুষের কাজ থেকে জোরপূর্বক মার পিঠ করে, টাকা পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেয়, সাধারণ পাবলিক আগাইয়া আসলে সংঘবদ্ধ চোর চক্রটি সাধারণ মানুষকে চুরির অপবাদ দিয়ে মারপিট করতে থাকে ।
এগুলা বেশিরভাগ সাধারণ পরিবহন ও মিনি বাসে ওঠে , অথবা সিএনজি বা মাইক্রো বাস এর মাধ্যমে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করেন। এরা দিবারাত্র এই সমস্ত অপকর্ম করে থাকে।নরসিংদী সদর জেলখানার মোড়ের আশেপাশে তাদের আস্তানা, এই গ্রুপের মধ্যে শতাধিক মহিলা সদস্য আছে,১৫/২০ জন হিজলা বেশে মহিলাও তাদের সাথে জড়িত আছে। প্রায় ২০/২৫ জন পুরুষ সদস্য জড়িত, এছাড়া ও কিশোর গ্যাং সদস্য তাদের এই গ্রুপের সাথে জড়িত রয়েছে।
যে কোন স্টেশনে এরা জনতার হাতে আটক হলে একটি ফোন দিতে পারলে দ্রুত ২০-২৫ জন তাদের সহযোগী আসিয়া অপরাধী দেরকে ছিনিয়ে নেয়।
তাদের মামলা পরিচালনা করার জন্য বেশ কয়েকজন উকিল ও মুহুরী নিয়োজিত রয়েছে । ট্রাফিক পুলিশের নিরাপত্তার অভাবের কারণে তাদেরকে প্রতিহত করতে পারছেন না।
এরা ঢাকা থেকে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ পর্যন্ত ছিনতাই ও চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে থাকে।
এ ব্যাপারে সর্বস্তরের জনসাধারণ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত যানবাহনে জনসাধারণের চলাচলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সুদৃষ্টি কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com