1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

সিএমপি’র থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক -১

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

সিএমপি’র পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ০১(এক) আসামী গ্রেফতার।

বৃহস্পতিবার (১৯জুন) থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজের নীচ হতে যৌগ চেকপোষ্ট তল্লাশি করে আসামী ১) সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম (২৮), আটক করে।

আটককৃত পিতা-মোঃ আবুল কালাম, , সাং-জুম্মা সওদাগরের বাড়ী (পাহাড়তলী লাকী হোটেল সংলগ্ন কাজী অফিসের পাশে, ১২নং ওয়ার্ড), থানা-পাহাড়তলী, চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাকারী ও চাঁদাবাজ গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচানাকালে পাহাড়তলী থানা এলাকা হতে আসামিদের আটক করা হয়।

আসামির গতিবিধি লক্ষ্য করে জেলে পাড়া রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে জেলে পাড়া সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময়ে দায়িত্বরত পুলিশের সন্দেহে সাইদুর রহমান প্রঃ ব্লেড মাসুম (২৮)কে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়।

আসামীর কাছ থেকে (১) একটি কালো রংয়ের পিস্তলের প্রসেস, এর ভিতর (ii) একটি ৭.৬২ এমএম পিস্তল, যাহার গায়ে SEMI AUTO PISTOL T-54 YEAR-2003 CHINA 49012810 লিখা আছে, এর সাথে লাগানো অবস্থায় (iii) একটি পিস্তলের ম্যাগাজিন যাহার ভিতর লোড করা অবস্থায় ৪ রাউন্ড গুলি, যাহার প্রতিটি গুলির পারক্যাপশন ক্যাপে 311 লিখা আছে, পিস্তলের প্রসেসের সাইট পকেটে রাখা অবস্থায় (iv) একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের আসামি সে উক্ত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট-২৪, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারী কাছ থেকে সংগ্রহ করেছে। পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।

আসামি আরো স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে ও তার অজ্ঞাতনামা সহযোগী আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতের পর্যটক, চট্টগ্রাম বন্দরে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের যাত্রীয় চালকদের অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।

আসামী সাইদুরের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০৪, ধারা- The Arms Act-1878 এর 19A মামলা রুজুসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্তে পূর্বের ০১টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com