1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  সু শিক্ষিত নাগরিক দেশের সম্পদ শিক্ষা উপকরণ বিতরণকালে ৩৮বিজিবি এর অধিনায়ক  নগরীর আকবর শাহতে কিশোরী ধর্ষণের দায়ে যুবককে গণপিটুনি আমিরাতের আজমান প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা চালু মিজমিজি দক্ষিণপাড়া, আমজাদ মার্কেট, ২ নং ওয়ার্ড, নারায়ণগঞ্জের গর্ব – জনাব মোঃ ইকবাল হোসেন প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যু বার্ষিকী বার্মা সাইফুলের ত্রাসের রাজত্ব: চট্টগ্রামে ৩৫ মামলার আসামি যখন মূর্তিমান আতঙ্ক বিজিবি’র ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ রাজশাহী মোহনপুরে কৃষি প্রণোদনার চারা ও কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন  মিঠাপুকুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ 

বিজিবি’র ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মানবিক উদ্যোগ:

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।

অদ্য ২৯ জুন বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর সর্বমোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বলিপাড়া জোনের জোন কমান্ডার অধিনায়ক বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়।

লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা তুলে দেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার শিক্ষার্থী এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-

শিক্ষার্থীগণকে অনুরোধ করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com