1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ধারাবাহিক আয়োজন ও নানা জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে” মাটি বাঁচান,কৃষি বাঁচান,দেশ বাঁচান” স্লোগানে লুমিনাস গ্রুপের কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯,জুলাই বিকালেচট্টগ্রামের স্টেশন রোডে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে, হোটেল সৈকত হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। মাটি বাঁচান, কৃষি বাঁচান,দেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে Sustainable Agricultural & Farmers Award Ceremony 2025 আয়োজক প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের এই উদ্যোগ কে দেশের কৃষি ও কৃষকদের প্রতি একটি সময় উপযোগী সম্মান ও সৃকৃতি হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন, ডিরেক্টর মার্কেটিং জনাব এম আর ম্যাক মাসুদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমেদ, , সি ইউ মোঃ হাজী মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া, ডেপুটি ডিরেক্টর হেকিম আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন, ডেপুটি ডিরেক্টর, কৃষি বিভাগীয় ডিপুটি ডিরেক্টর মোঃ আব্দুস সুবাহান, সীতাকুণ্ড উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দীন,মোঃ আবুল মুনসুর, মিত্রা বিশ্বাস, এক্সিকিউটিভ ডিরেক্টর নুরের নবী, এক্সিকিউটিভ ডিরেক্টর বিশু কান্তি দাশ, ডিবিশনাল ট্রেইনার মোহররম আলী, দৈনিক বাংলার দিগন্ত পত্রিকা র চট্টগ্রাম বিভাগীয় ব্যোরো প্রধান, মোঃ ইউনুস সহ প্রমুখ।

লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাকিব হোসেন ওনার বক্তব্যে বলেন, তিনি বলেন, সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা। তাদের যেকোনো কারণে কৃষি সম্পর্কে একটু জ্ঞান কম থাকার কারণে, তাদের যেভাবে সেভাবেই আমরা ব্যবহার করি। আর আমাদের আজ থেকে পাঁচ বছর আগে, আমরা স্বপ্ন দেখে ছিলাম। বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, আজকে কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে এবং স্যারদেরও আওয়াজ তুলতে হবে। যে কোম্পানি গুলো কৃষিতে ভেজাল দিচ্ছে , বিষ প্রয়োগ করছে, তাদেরকে আমরা বয়কট করি। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের সবার আগে,আমরা নিরাপদ অর্থনীতি চাই। নিরাপদ খাদ্যে চাই। নিরাপদ চিকিৎসা চাই। এই তিনটার ভিতরে পুরো সমাজ জড়িত। সবার আগে আমাদের মেধা বিকচিত হচ্ছে। একটা জায়গায় যদি আমরা কারেকশন করতে পারি। আমরা বিপ্লব ঘটাতে পারি,তাহলে আমাদের সত্যি সত্যি সুন্দর হবে। আমাদের লুমিনাস গ্রুপের আজকে আমরা ওয়াদা করতেছি। এবং আপনাদেরও ওয়াদা করতে হবে যে বাংলাদেশে আমরা ভেজাল যুক্ত পণ্য ব্যবহার করবো না। ভেজাল মুক্ত খাবার আমরা খাবো।

এতে উপস্থিতরা তাদের বক্তব্যে লুমিনাস গ্রুপের সম্পর্কে বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি সেরা গ্রুপ হিসেবে পরিনত হবে লুমিনাস কোম্পানি।
সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, সেই তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি খাদের আধুনিকায়ন এখন সময়ের দাবি।
সংবিধান অনুযায়ী জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়নে কৃষি বিলম্ব ও কৃষি টেকসই ব্যবস্থার বিপ্লব নেই। কৃষি বিপ্লব ও টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই বলেও বক্তারা মন্তব্য করেন।

“আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই “চমৎকার স্লোগানে মুখরিত হয়েছে পুরো হল অডিটোরিয়াম।
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপ তাদের নতুন কৃষি পণ্য বাজারে উন্মোচন করে এবং বৃদ্যমান পণ্যের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরে। এই উদ্যোগ দেশের কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং টেকসই ব্যবস্থার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান। কৃষিকে ভালবাসুন, কৃষকের পাশে থাকুন।লুমিনাস এর সাথে থেকে করুন একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com