
মোঃ সোলাইমান
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের হালদা নদীতে আবারও মৃত মা মাছ উদ্ধার হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে হালদার শাহ মাদারী হ্যাচারির পাশে অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী একটি মৃগেল প্রজাতির মৃত মা মাছ উদ্ধার করেন। মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি, প্রস্থ ১৮ ইঞ্চি এবং ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম।
মৃত মাছটির সুরক্ষা বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থেকে সেটিকে মাটি চাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হালদা গবেষক এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে হালদা নদী থেকে মোট ৬টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুনে আরও ২টি কাতলা এবং সর্বশেষ আজ আগস্টে ১টি মৃগেল পাওয়া যায়।
তিনি বলেন, “হালদা আজ অরক্ষিত। বালু উত্তোলন, বড়শি দিয়ে মাছ শিকার, শাখা খালে বিষ প্রয়োগ এবং জাল দিয়ে মাছ ধরার মতো কার্যক্রম অনিয়ন্ত্রিতভাবে চলছে। এসব কারণে নদীর জলজ পরিবেশ চরম হুমকিতে পড়েছে। প্রশাসনের উচিত নিয়মিত অভিযান চালিয়ে এসব কার্যক্রম দমন করা।”
উল্লেখ্য, হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখানে রুই জাতীয় মা মাছ ডিম ছাড়ে। বারবার মা মাছের মৃত্যু এই নদীর প্রতিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞের।
মোঃ সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা
০১৬৯০০০৩৫৫৩