মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী সম্মেলন ও শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠিত হয়।
এতে জেলা জামায়াতের আমীর এসএম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর ব্যবস্থাপনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বান্দরবান ৩০০ নং আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মাওলানা ওমর ফারুক, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এড. মুহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।