
বলি বাজারে আগুন
মোঃ শহিদুল ইসলাম শহীদ
বান্দরবান থানচি বলিপাড়া(৩৮) ব্যাটালিয়ন সংলগ্ন বলি বাজারের ১টি দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হলে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দোকানগুলোতে ।
খবর পেয়ে ব্যাটালিয়ন কর্তৃক তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে ব্যাটালিয়নের একটি ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ১৩ টি তার মধ্যে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সহকারী ষ্টেশন ম্যানেজার পেয়ার মোহাম্মদ বলেন,রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে অগ্নিকান্ডে স্থলে পৌঁছে ৫টা৫০মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে চায়ের দোকানে চুলার উপর রাখা লাকরি থেকে,ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষ টাকা।