1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরে ইন্সুরেন্স কোম্পানি থেকে পাওনা টাকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ। মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সক্রিয় তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পেল বলি বাজার  বান্দরবানের থানচিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই কক্সবাজার র‌্যাব-১৫ ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,লক্ষ ১২ হাজার ৪৬৩ ইয়াবা উদ্ধার মহিলা আটক বলি বাজারে আগুন 🔥 সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিকার চাই ফজলুল হক মিলন সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ফজলুল হক মিলন,আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি কালীগঞ্জে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিন দফা দাবিতে রংপুরে বিএফএ’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে ইন্সুরেন্স কোম্পানি থেকে পাওনা টাকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রংপুরে ইন্সুরেন্স কোম্পানি থেকে পাওনা টাকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রংপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিসে মেয়াদোত্তীর্ণ বীমার টাকা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অফিস অবরুদ্ধের ঘটনা ঘটেছে।

গত রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে (রাত ৩ টার দিকে) অফিসের মালামাল ট্রাকে করে পাচারের অভিযোগে উত্তেজিত গ্রাহকরা অফিসের সামনে একটি ট্রাকসহ মালামাল আটক করেন।

পরে তারা রোববার সকাল থেকে গ্র্যান্ড হোটেল মোড়স্থ ফারইস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রাহকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে অফিস থেকে ট্রাকে করে মালামাল সরানো হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাহকরা ঘটনাস্থলে জড়ো হন।

তারা অফিসের সামনেই মালামাল বোঝাই ট্রাকটিকে আটকে দেন এবং জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) আব্দুল কাদের বীরকে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, তারা বছরের পর বছর ধরে বীমার পরিশোধিত টাকা ফেরত পাচ্ছেন না।

অথচ অফিস হঠাৎ রাতের আঁধারে মালামাল পাচার করছে, অবিলম্বে পাওনা টাকা চান তারা।

 

এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের এসভিপি আব্দুল কাদের বীর বলেন, “আমরা অফিসের পুরনো আসবাবপত্র বিক্রি করছিলাম নতুন অফিসে স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে।

ভুল বোঝাবুঝির কারণেই গ্রাহকরা উত্তেজিত হয়েছেন। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, তা বিক্রি করেই গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।”

 

ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জানতে চাইলে তিনি জানান, এ অফিসের আওতায় প্রায় ৭০ হাজার গ্রাহক আছেন, যাদের বকেয়া পাওনা প্রায় ১৩৭ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে তারা টাকা ফেরত পাচ্ছেন না,আমরা কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার সাথেও যোগাযোগের উদ্যোগ নিচ্ছি, যাতে দ্রুত গ্রাহকদের টাকা পরিশোধ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com