
লামায় বালুখেকোর কারাদণ্ড ও স্কেভেটর জব্দ
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫ইং) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা বগাইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন বালুখেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয় রোবায়েত আহমেদ।।
অভিযানকালে একটি সবুজ রঙের মিতসুবিশি স্কেভেটর নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় জব্দ করা হয়।
এসময় মোঃ কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর ব্যবহার করে নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার মতো স্থানে মাটি কর্তনের বিষয়টি স্বীকার করেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং জব্দকৃত স্কেভেটর প্রশাসনের হেফাজতে নেয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।