
উখিয়া জালিয়াপালংয়ে মিথ্যা মামলার প্রত্যাহার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।
জাহাঙ্গীর আলম উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছেপটখালী ঢালার মুখ এলাকায় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে গ্রামের শতাধিক মানুষ।গত ৩ নভেম্বর সোমবার দুপুর ২টা দিকে ছেপটখালী ঢালার মুখে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
সুনামধন্য মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার নিরিহ এক শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে প্রবাসী নুরুল বশর নামক এক ব্যাক্তির করা চাঁদাবাজি মিথ্যা ও বানোয়াট মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবী জানান তারা।
সুত্রে জানা’যায়, জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছেপটখালী ঢালার মুখ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল বশর বাদী হয়ে আদালতে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন মাদ্রাসার শিক্ষক ঐ এলাকার মফিজুর রহমানের পুত্র মাওলানা আবু ছিদ্দিক সহ তার পরিবারের বিরুদ্ধে। উক্ত মামালার অন্যান্যদের আসামী করা হয় তার বাবা মফিজুর রহমান, মা রহিমা খাতুন, ভাই আবু নাছের, ও আবু ছিদ্দিকের স্ত্রী জমিলা খাতুন।
স্থানীয়রা জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢালার মুখ এলাকার মৃত অজি উল্লার ছেলে নুরুল বশর বাদী হয়ে ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন এতে আসমী হন মাদ্রাসার শিক্ষক’সহ ভুক্তভোগীর পরিবার।আমরা উক্ত মিথ্যা মানলা প্রত্যাহার চাই।
ভোক্তভোগী আবু সিদ্দিক জানান, আমি একজন মাদ্রাসার শিক্ষক সুনামধন্য আমি কেন চাঁদাবাজি করবো? মূলত আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে শান্তিপুর্ন বসবাস করে আসছিলাম। হঠাৎ নুরুল বশর নামের ঐ ব্যাক্তি নিজের জমির গাছ নিজে কেটে আমি ও আমার পরিবারকে হয়রানী করতে একটি পরিকল্পিত ও সাজানো চাঁদাবাজির মামলা দায়ের করেছে। শুধু মামলা নয়, ইতিপূর্বেও ইভটিজিং এর মতো জঘন্য মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানির অপচেষ্টা চালিয়েছিল। বর্তমানে সে প্রতিনিয়ত আমার পরিবারকে মেরে লাশ গুম করা সহ নানানভাবে হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মুল রহস্য উন্মোচন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয় এই মানববন্ধনে। জীবনের নিরাপত্তা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জানিয়ে এই মানববন্ধনের মাধ্যমে মাননীয় আদালত ও প্রশাসন এবং স্থানীয় জন প্রতিনিধির জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মাওলানা আবু ছিদ্দিকের পরিবার।
এই ব্যপারে জানতে চাওয়া হলে অভিযুক্ত নুরুল বশর জানান, আবু ছিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে করা মামলাটি সত্য এবং তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।