
চট্টগ্রাম ৮(বোয়ালখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ্,র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার( ৮ নভেম্বর) বিকালে উপজেলা পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাজি ছগির জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু,র সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাহান চৌধুরী, ইউনুস চৌধুরী, আব্দুল কন্ট্রাক্টর, আইয়ুব আলী দেলা মেম্বার,আফসার সওদাগর, নুরুল আবছার, গাজী বকতেয়ার, সিরাজুল ইসলাম, আবছার, মোঃ হারুন, মিজানুল হক,, ইলিয়াস মনু,সাইফুল ইসলাম, খাইরুল বশর, মহিউদ্দিন,বদিউল আলম, লিটন, মোরশেদ, মোঃ জসীম উদ্দিন নিরব, এম নাছির উদ্দীন,মোহাম্মদ আবু, নাজিমউদ্দীন, নাজরুন, জুয়েল, হায়দার হোসেন মান্না, রুকন, আফসার ভান্ডারী সোহেল, মোঃ ইকবাল, ড.মহিন উদ্দীন, খোরশেদ আলম, ইসমাইল, এমরান, হোসেন সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ।