
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের ১৫ বছর বর্ষপূর্তি উদযাপন: বর্ণাঢ্য আয়োজন, অতিথিদের মূল্যবান বক্তব্য
প্রতিবেদক: মোঃ নাহিদ হোসেন
স্থান: নড়িয়া উপজেলা অডিটোরিয়াম
তারিখ: ২৩ নভেম্বর ২০২৫
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের ১৫ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ। পুরো আয়োজনটি হয়ে ওঠে নড়িয়া উপজেলা সাংবাদিকতা অঙ্গনের এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।
সম্মানিত অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন নিম্নোক্ত ব্যক্তিবর্গঃ
স্থানীয় রাজনীতিবীদ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ ও জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা।
মিজ তাহসিনা বেগম, জেলা প্রশাসক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।
মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার, শরীয়তপুর।
জনাব আব্দুল কাইউম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নড়িয়া, শরীয়তপুর।
লাকি দাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর।
মুহাম্মদ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নড়িয়া থানা
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, মহাপরিচালক, নাজমুল উলুম উত্তরান একাডেমি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শরীয়তপুর দুই আসন।
আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাবেক সংসদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শরীয়তপুর জেলা শাখা ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী শরীয়তপুর দুই আসন।
মুফতি ইমরান হোসাইন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা ও বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনীত এমপি প্রার্থী শরীয়তপুর দুই আসন।
মুফতি মাহমুদুল হাসান, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী শরীয়তপুর দুই আসন।
অতিথিবৃন্দ সাংবাদিকতার গুরুত্ব, নড়িয়ার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মাননা স্মারক বিতরণ
অনুষ্ঠানে অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। স্মারক গ্রহণ করেন,
মিজ তাহসিনা বেগম, জেলা প্রশাসক ও চিফ জেলা ম্যাজিস্ট্রেট
আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাবেক সংসদ সদস্য,
মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম খান
লাকি দাস, সহকারী কমিশনার (ভূমি)
মুহাম্মদ নাজমুল হাসান, ওসি, নড়িয়া থানা
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
মুফতি ইমরান হোসাইন,মুফতি মাহমুদুল হাসান
হাফেজ হাসান হাওলাদার, দিকনির্দেশনা তাফহিমুল কুরআন কওমি মাদ্রাসা, নড়িয়া
প্রেসক্লাব সদস্যবৃন্দ
অনুষ্ঠান পরিচালনা ও উপস্থিতি
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
আব্দুল খালেক ইমন, সভাপতি, নড়িয়া উপজেলা প্রেসক্লাব ও জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, নড়িয়া উপজেলা প্রেসক্লাব।
অন্যদিকে অনুষ্ঠান পরিচালনা করেন
সাংবাদিক মাহবুব আলম ও সাংবাদিক ইলিয়াস হোসেন
অনুষ্ঠানে নড়িয়া উপজেলার সকল প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:
মোঃ নাহিদ হোসেন