
চকরিয়ায় জমি বিরোধে চাচার মৃত্যুঃ ভাতিজা আলী আহমদ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু (৮০) শাহ্ ওমরাবাদ এলাকার মকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮) একই গ্রামের সুরত আফজালের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—
“জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে উত্তেজনা
ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসী আলী আহমদের বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।
কীভাবে ঘটল মৃত্যু?
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বুধবার সকালে এক বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আলী আহমদ চাচা মোহাম্মদ কালুকে বুকে ঘুষি মারেন।
বৃদ্ধ কালু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।