
“শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি — বান্দরবানের নবাগত পুলিশ সুপার আবদুর রহমান”
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পুলিশ—এমন মন্তব্য করেছেন সদ্য যোগদানকৃত বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সোমবার (১লা ডিসেম্বর) বান্দরবান প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “পার্বত্য জেলা সম্প্রীতির জেলা। এই সম্প্রীতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছি। জেলার প্রতিটি নাগরিক প্রয়োজনীয় পুলিশিং সেবা নিশ্চিত পাবে। আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা এবং অফিসের দরজা সেবা প্রত্যাশীদের জন্য সর্বদা উন্মুক্ত।”
জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি জানান—দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ চলমান রয়েছে। এ উদ্যোগকে তিনি গত যেকোনো সময়ের তুলনায় পুলিশের সর্ববৃহৎ নির্বাচনী প্রস্তুতি বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “বান্দরবানের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার ও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনসহ কয়েকটি অগ্রাধিকারমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। সন্ধ্যার পর শিক্ষার্থী ও কিশোরদের আড্ডা এবং অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্টতা প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশনাও দেন তিনি।
এছাড়া মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চোরাচালান রোধে চিহ্নিত পয়েন্টগুলোতে পুলিশের টহল ও পেট্রোলিং কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দেন এসপি আবদুর রহমান।
মতবিনিময় শেষে বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।