
দ্বীপ মহেশখালীতে পাহাড় কাটার অপরাধে জরিমানা লাখ টাকা
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)
মহেশখালী উপজেলার ২০ থেকে ৩০টি স্পট থেকে নিয়মিত বালু ও মাটি কেটে বিক্রি করছে কিছু পাহাড় খেকো প্রভাবশালী লোকজন । সাংবাদিকদের দীর্ঘদিন একের পর নিউজে টনক নড়েছে ।
আজ সোমবার ( ৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বালু ভর্তি ডাম্পার জব্দ করে উপজেলা প্রশাসন । উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ০৩(তিন)টি বালুর ডাম্পার আটক করেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ১৫(১) ধারা অনুযায়ী দুইটি ভিন্ন মামলায় ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।