
রাজশাহী -১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী শরীফ উদ্দীনের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
মো: এরশাদ আলী,
রাজশাহী থেকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর – গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সক্রিয় নেতা জনাব মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। জানা যায় শরীফ উদ্দীনের আপন বড় ভাই মরহুম ব্যারিষ্টার আমিনুল হক রাজশাহী -১ আসনের বিএনপির জনপ্রিয় সফল সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। জনাব শরীফ উদ্দীন আজ নিজ দল বিএনপির তানোর উপজেলার অনেক নেতা কর্মী সাথে নিয়ে তানোর উপজেলার প্রধান বাজার গোল্লা পাড়া বাজারের পাশে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের গোসাঁই সমাধি গোবিন্দ মন্দির কর্তৃপক্ষের মৃত সন্জয় অধিকারের স্মৃতি চারনে মঙ্গল কামনায় ভোগ মহা উৎসব উদযাপনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির এমপি পদপ্রার্থী জনাব শরীফ উদ্দীন হিন্দুদের ভোগ মহা উৎসবের পুরো আয়োজন ঘুরে দেখেন এবং উপস্থিত নারী ও পুরুষ সকল হিন্দুদের সাথে নানা কুশল বিনিময় করেন। জনাব শরীফ উদ্দীন মরহুম আপন বড় ভাই বিএনপির রাজশাহী -১ আসনের বিএনপির জনপ্রিয় ও সফল সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের উন্নয়ন মূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং হিন্দু সম্প্রদায় কে বাংলাদেশে ভালো থাকতে, মুসলিম ও অমুসলিম মিলেমিশে শান্তিতে থাকতে এবং দেশ থেকে চুরি, ডাকাতি, মাদক, দুর্নীতি, ঘুষ বানিজ্য ইত্যাদি অনিয়ম দুর করতে এবং হিন্দুদের সকল ধরনের অধিকার ফিরে পেতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নিজেদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। মন্দির কর্তৃপক্ষ এবং উপস্হিত সকল হিন্দু নারী ও পুরুষ অতি উৎসাহের সহিত ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেন।
এই সময় জনাব শরীফ উদ্দীনের সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি নেতা জনাব মিজানুর রহমান মিজান- সাবেক মেয়র তানোর পৌরসভা, বিএনপি নেতা আ: হান্নান, এমদাদুল, বাবু, মশিউর, কুসুম, মহিলা নেত্রী পলি বেগম সহ আরো অনেক বিএনপির নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।