

বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার ছৈয়দুল করিম খানের প্রতিবেদনে
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা এলাকায় অবস্থিত একটি হেফজখানা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী মো. রবিউল হোসেন, আজ বিকেল ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সে উধাও হয়ে যায়,সন্ধ্যা গড়িয়ে রাত হলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে,
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,নিখোঁজ রবিউল চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হারলা সাতভাইয়ের পাড়া এলাকার বাসিন্দা নাঈম উদ্দীনের ছেলে এবং স্থানীয় মুরব্বি হাসমত আলীর নাতি,সে স্থানীয় যতরকুল হেফজখানার (নাজিরহাট) ছাত্র ছিল,
রবিউলের বাবা নাঈম উদ্দীন জানান,প্রতিদিনের মতো আজ বিকেলেও রবিউল মাদ্রাসায় ছিল,হঠাৎ বিকেল ৪টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না,মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে তাৎক্ষণিকভাবে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি,মাদ্রাসার আশপাশ এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়,কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি,
এলাকাবাসীর ধারণা,শিশুটি হয়তো পথভুলে অন্য কোথাও চলে গেছে অথবা কোনো অসৎ চক্রের পাল্লায় পড়তে পারে,যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে বা তাকে কোথাও ইতস্তত ঘোরাফেরা করতে দেখলে দ্রুত সময়ের মধ্যে নিম্নেল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে,
**নিখোঁজ ছাত্রের বিবরণ:**
***নাম:** মো. রবিউল হোসেন
***বয়স:** ৮ বছর
***পরনে ছিল:** সাধারণ পাঞ্জাবি-পাজামা)
* **যোগাযোগ:** ০১৮৫২-৩৭৪১০৫
(পারিবারিক মোবাইল)