
কক্সবাজারে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন: জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী সম্পন্ন
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজার, ১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ৫৪তম বিজয় দিবস উদযাপন। সকাল ৯টায় কুচকাওয়াজ পরিদর্শন, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা এবং জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার।
উদ্বোধন অনুষ্ঠানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর অতিথিবর্গ কুচকাওয়াজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন, যা দর্শক ও অতিথিবর্গের প্রশংসা কুড়ায়।
পরিশেষে, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় সকলের মধ্যে উৎসবমুখর পরিবেশে এবং বিজয় দিবসের মাহাত্ম্য উপলব্ধি করে।
পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অবিচ্ছেদ্য ইতিহাস। আজকের কুচকাওয়াজ ও ডিসপ্লে সেই বিজয়ের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে।”
জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান যোগ করেন, “বিজয় দিবস শুধু অতীতের গৌরব নয়, এটি আমাদের দায়িত্বও যে, স্বাধীনতা ও সুশাসন রক্ষায় প্রতিনিয়ত সচেষ্ট থাকতে হবে।”
উল্লেখ্য, কক্সবাজারে আয়োজনকৃত এই উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি দপ্তরের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।