

**চন্দনাইশ প্রতিনিধি**
রাজনৈতিক কর্মকান্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে বরকল নিদাগীর পাড়া এলাকা থেকে থাকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। জানা যায়, শহীদ মিনারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ছাত্রলীগের পক্ষে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় তিনি ছিলেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার ব্যানারে মঙ্গলবার মধ্যরাতে চন্দনাইশে
একটি শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান আটকের বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে।