
লামায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লামা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন,
“দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। দক্ষ জনশক্তি তৈরি হলে প্রবাসে সম্মান যেমন বাড়বে, তেমনি রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন,
“প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়েই দেশ গড়ছেন না, তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার দক্ষ অভিবাসন ও প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলো কাজে লাগাতে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রবাসীদের অবদান স্মরণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।