
লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিডিএলজি
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান জেলার লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন মোছাম্মৎ রাশেদা আক্তার, উপপরিচালক (ডিডিএলজি), স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জন্মনিবন্ধন সংক্রান্ত রেজিস্টার, জায়গা ও ওয়ারিশ পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এর অংশ হিসেবে রূপসীপাড়া ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদে ৪ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, ওয়ার্ড সদস্যসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় ডিডিএলজি মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন,
“তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়ার মূল কেন্দ্র হলো ইউনিয়ন পরিষদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম ইউনিয়নের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে ডিডিএলজি গ্রাম পুলিশদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।