
রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের নিকট থেকে রংপুর ১ আসন থেকে দলের জেলা সভাপতি এটিএম আতাউজ্জামান বাবু ও রংপুর সদর-৩ আসন থেকে মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় রংপুর-১ আসনের প্রার্থী আতাউজ্জামান বাবু বলেন, বিপ্লব পরবর্তী ইসলামী গণজোয়ারে হাতপাখা প্রতীকে বিজয়ী হয়ে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে।
অপরদিকে রংপুর সদর-৩ আসনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল বলেন, জাপার দুর্গ ভেঙ্গে ভোট বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাটি করতে এবার প্রস্তুত ভোটাররা।
বিজয়ের পর রংপুরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দেন এই প্রার্থী,
উল্লেথ্য-এর আগে বুধবার রংপুর সদর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।