
নির্বাচন ও গণভোটে ভোটার সচেতনতা বাড়াতে লামায় উন্মুক্ত বৈঠক
নিজস্ব প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়াতে বান্দরবানের লামা উপজেলায় এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে লামা উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনকালীন আচরণবিধি, ভোটারদের অধিকার ও দায়িত্ব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে উপস্থিত ভোটারদের অবহিত ও উদ্বুদ্ধ করা হয়।
উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতন ভোটারের কোনো বিকল্প নেই। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং গণভোটে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।”
এসময় সহকারী তথ্য কর্মকর্তা বলেন,
“দীর্ঘ ৩৪ বছর ৩ মাস পর দেশে পুনরায় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই গণভোটের পদ্ধতি ও এর ইতিবাচক দিকগুলো ভোটারদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা গণভোটে ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এছাড়া লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন ও গণভোট চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহায়তার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
উন্মুক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, পাবলিক হেলথ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সচেতন ভোটারই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। ভোট ও গণভোটে দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।