

বিস্তারিত সম্পাদক পারভেজ আহমেদের প্রতিবেদনে
২৩ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে, দিনমজুর হিসেবে কাজ করতে এসে সুকৌশলে খাবারের সাথে বিষাক্ত চেতনানাশক দ্রব্য মিশিয়ে একটি পরিবারের সকলকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে একটি চোর চক্র। বর্তমানে এই ঘটনায় গৃহকর্তা জহর লাল নাথ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুশয্যায় রয়েছেন
**ঘটনার বিবরণ:**
এজাহার সূত্রে জানা যায়,গত ১৫ ডিসেম্বর পাহাড়তলী দক্ষিণ কাট্টলীর নাথ পাড়া এলাকার বাসিন্দা নিলিমা রানী নাথের বাড়িতে লাকড়ি কাটার জন্য দিনমজুর হিসেবে কাজ করতে আসেন বিমল দেব নাথ (৩৬)। কাজ শেষে সন্ধ্যায় বিমল চলে গেলেও রাত অনুমান ৮টার দিকে তাকে পুনরায় বাড়ির রান্নাঘরের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন পরিবারের সদস্যরা, জিজ্ঞাসাবাদে সে কৌশলে এড়িয়ে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করে,
পরবর্তীতে ওই রাতেই পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।, ১৬ ডিসেম্বর সকালে নিলিমা রানী নাথ চেতনা ফিরে পেয়ে দেখেন, তার রান্নাঘরের টিন কেটে হাড়ি-পাতিল, চাল ও অন্যান্য তৈজসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে পরিবারের অন্য সদস্যরা (স্বামী, পুত্রবধূ ও নাতি-নাতনিরা) অচেতন অবস্থায় পড়ে থাকলে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
**চিকিৎসকদের বক্তব্য:**
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, খাবারের সাথে উচ্চমাত্রার বিষাক্ত চেতনানাশক দ্রব্য মেশানো হয়েছিল,বিষক্রিয়ার ফলে গৃহকর্তা জহর লাল নাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউ-র ০২ নম্বর বেডে স্থানান্তর করা হয়েছে।
**গ্রেফতার ও আইনি ব্যবস্থা:**
ঘটনার কয়েকদিন পর গত ২১ ডিসেম্বর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বিমল দেব নাথকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে লুণ্ঠিত কিছু মালামাল (চাল) উদ্ধার করা হয়,বিমল দেব নাথ ফেনী জেলার সদর থানার বাসিন্দা হলেও বর্তমানে পাহাড়তলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পাহাড়তলী থানা পুলিশ জানায়, বাদী নিলিমা রানী নাথের লিখিত অভিযোগের ভিত্তিতে পেনাল কোড ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-০৮) মামলা রুজু করা হয়েছে,এই চক্রের সাথে জড়িত অন্য ৩-৪ জন সহযোগীকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)।
এলাকাবাসীর অভিযোগ, পরিচিত বা দিনমজুর ছদ্মবেশে চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে এভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে,এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।