
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে জি-৪ রাইফেলের ২ রাউন্ড বুলেট সহ ৬ জন আটক।
আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।
শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রামু- মরিচ্যা সড়কের পাইন বাগান স্টেশনে অস্থায়ী চেকপোস্ট করাকালীন সময় রোহিঙ্গা অস্ত্রধারী আসামী গ্রেফতার। কক্সবাজার জেলার রামু থানা পুলিশের একটি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউপির ১নং ওয়ার্ড এর পাইন বাগান স্টেশনে রামু- মরিচ্যা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট করাকালীন সময় (এক)টি যাত্রীবাহী সিএনজ চেকপোষ্ট করাকালীন অবস্থায় যাত্রীদের দেহ তল্লাশী করে। তল্লাশী করাকালীন সিএনজি যাত্রী মোঃ আলম (৩৫) এর পকেটে থাকা জি-৪ রাইফেলের (দুই) রাউন্ড বুলেট পাওয়া গেলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তাকে সহ অপর ৫জন যাত্রীদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি বহন এর সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১। মোঃ আলম (৩৫), এফসিএন নং-২০৬৬১০, পিতা-শাহ আলম, মাতা-নুর নাহার, সাং-ক্যাম্প-১৩, ব্লক -ই-২, থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২। এনায়েতুর রহমান (২০), এফসিএন নং-১৫৩০৭৯, পিতা-বদর, মাতা-তাহেরা বেগম, সাং-ক্যাম্প নং-১ পূর্ব, ব্লক নং-ডি-১১, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,
৩। নবী হোছন (৪৪), এফসিএন নং-১৫০৫১২, পিতা-শামশু আলম, মাতা-নুর বেগম, সাং-ক্যাম্প নং-১ পূর্ব, ব্লক নং-ই-২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,
৪। মোঃ রফিক (৩৭), এফসিএন নং-১৫৩৮৮৮, পিতা-আবু ছিদ্দিক, মাতা-শমসুদা বেগম, সাং-ক্যাম্প নং-১ পূর্ব, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,
৫। মোঃ আমিন (২৫), এফসিএন নং-৫০২৫৭৩, পিতা-জাহেদ হোছন, মাতা-জেবেকুন্নাহার, সাং-ক্যাম্প নং-৬, ব্লক নং-ডি-২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,
৬। খায়ের হোছন (৩৭), এফসিএন নং-২৫৮৪৭৯, পিতা-মৃত আমান উল্লাহ, মাতা-মৃত মোস্তফা বেগম, সাং-ক্যাম্প নং-২৪ এলএমএস, ব্লক নং-ডি পুরাতন লেদা ক্যাম্প, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার,
উদ্ধারকৃত আলামতঃ-
১। জি-৪ রাইফেলের (দুই) রাউন্ড বুলেট।
রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বিশেষ অভিযানে জি-৪ রাইফেলের ২ রাউন্ড বুলেট সহ ৬ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে ।