
হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ সোলাইমান স্টাফ রিপোর্টার
আজ(২৬ শে ডিসেম্বর) রোজ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতির সহযোগিতায় হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাগৃতির সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে এবং হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক, খোরশেদ মোবারকের উপস্থাপনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চবি’র প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চবি’র চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন।
উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফোরকান চৌধুরী মাসুদ, উপদেষ্টা নুরুল আলম মিঠু।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষ মোনাজাত করেন, হাটহাজারী সমিতির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক,কাজী জানে আলম হিরু।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের
সহ-সভাপতি মোঃ নাইম উদ্দিন ও মোঃ মঈন, দূর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ ইব্রাহীম মামুন।
অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন এবং পৌরসভার শীতার্তদের জন্য প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। জানা গেছে, ২০১৮ সাল থেকে হাটহাজারী বাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী হাটহাজারী প্রবাসীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।