
জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এড. আবুল কালাম
স্টাফ রিপোর্টারঃ মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান:
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকালে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামিম আরা রিনির নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে নির্ধারিত সময়ে তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় বলে জানা গেছে।
পার্বত্য জেলা বান্দরবান দেশের সর্বশেষ নম্বরধারী ৩০০ নং সংসদীয় আসন। পাহাড়ি এ জেলায় ১৩টি ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। মোট ভোটকেন্দ্র ১৮৬টি এবং এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন।
মনোনয়ন দাখিল উপলক্ষে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
এদিকে আসন্ন নির্বাচনে বান্দরবান আসনে বিভিন্ন দল ও প্রার্থীর অংশগ্রহণে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।